top of page
Writer's picturesschoolbd

কানাডায় যারা Textile Engineering Masters রিসার্চে আগ্রহী

Updated: Apr 7, 2021



যারা কানাডায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে চান (রিসার্চ বেইজড) তারা নিচের অপশনগুলিতে প্রচেষ্টা চালাতে পারেন:


1. University of Alberta-র MSc in Textiles & Clothing এই প্রোগ্রামে এপ্লিকেশন করতে পারেন। নর্থ আমেরিকা (আমেরিকা ও কানাডায়) হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ হয়। একারণে পিউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেমন ম্যাটেরিয়াল সায়েন্স, ফাইবার কেমিস্ট্রি সহ অন্যান্য সাব্জেক্টেও এডমিশনের প্রচেষ্টা চালানো উচিত।

যারা University of Alberta-র MSc in Textiles & Clothing এর এপ্লিকেশন করতে চান তারা প্রোগ্রাম ওয়েবসাইট ভিজিট করুন


2. তাছাড়াও University of British Columbia (UBC) Vancouver এর The Centre for Flexible Electronics and Textiles (CFET) এর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ প্রোগ্রামে ফ্লেকক্সিবল ও ইলেক্ট্রিক্যালি কন্ডাক্টিভ টেক্সটাইল ডিজাইন নিয়ে গবেষণারত প্রফেসরদেরকেও নক করতে পারেন মাস্টার্স ফান্ডিং এর জন্য। সংশ্লিষ্ট রিসার্চ ফ্যাকাল্টি খুঁজে দেখুন।


3. নেক্সট-জেনারেশন ফিউচারিস্টিক ডিফেন্স টেক্সটাইল রিসার্চ একটা বড় সেক্টর। ডিফেন্স রিলেটেড হওয়াতে রিসার্চ ফান্ডিং ও ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের সুযোগও বেশি। UBC Okanagan এর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর Kevin Golovin ডিফেন্স টেক্সটাইল নিয়ে গবেষণা করেন। অতএব তাকে নক দিতে পারেন।


অবশ্যই লেখকের নাম, ও প্রতিষ্ঠান এর যথাযথ ক্রেডিট সহকারে লিখাটি ব্যবহার করা যাবে। লিখাটি লিখেছেন:

Md Nazmul Hasan Topu, Founder, Scholarship School BD

PhD researcher, Electrical & Computer Engineering

University of British Columbia, Vancouver, Canada

লিখাটি শেয়ার করুন ও ইউটিউবে আমাদের টিপস গুলি ফলো করুন। প্রতিদিন স্কলারশিপ নিউজ, ও প্রফেসর ফান্ডিং টিপস, IELTS, GRE টিপস পেতে এখুনি জয়েন করুন Scholarship School BD Website: www.sschoolbd.com

956 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page