AI, machine learning, neural network এ যাদের মাস্টার্স বা পিএইচডি করার ইচ্ছে আছে ভবিষ্যতে, তারা প্রফেসর Yoshua Bengio এর নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি Machine Learning অন্যতম ফাউন্ডিং ফাদার যার খ্যাতি জগৎজোড়া।
তার রিসার্চ গ্রূপে ঢুকতে পারলে গ্রাজুয়েশনের পরে, তার একটা রেকমেন্ডেশন লেটার আপনাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। প্রফেসর Yoshua Bengio কানাডার ইউনিভার্সিটি অব মন্ট্রিলের প্রফেসর ও MILA ল্যাবের ডিরেক্টর। বিগ শট প্রফেসর হবার কারণে প্রচুর ফান্ড তার কাছে - মাস্টার্স (রিসার্চ) ও পিএইচডি দুটোর ক্ষেত্রেই। সত্যিই যদি আপনি AI নিয়ে প্যাশনেট ও ভালো রিসার্চ করে থাকেন, University of Montreal-এ এপ্লাই করতে ভুলবেন না।
Fall সেশনের জন্য এপ্লিকেশন ডেডলাইন ডিসেম্বরে থাকে, এবং প্রতি বছরই এডমিশন নেয়া হয় MS/PhD ফুল-ফান্ডিং সহ।। তাই প্রস্তুত নিতে থাকুন্। বিশেষ করে যারা আন্ডারগ্র্যাড/মাস্টার্স ফাইনাল ইয়ারে AI নিয়ে কাজ করতেছ, এর মাঝে কয়েকটা পাবলিকেশন করে রাখ।
আর নিয়মিত এই লিংকে চোখ রাখ ডেডলাইন এর জন্য: https://mila.quebec/en/admission/
MILA ল্যাবের হোম পেইজ: https://mila.quebec/en/person/bengio-yoshua/
good luck!
লেখাটি কপি করবেন না প্লিজ। দয়া করে 'কালেক্টেড' না লিখে, ক্রেডিট সহ উল্লেখ করুন:
Md Nazmul Hasan, Founder, Scholarship School BD
University of British Columbia, Vancouver, Canada
Comments