top of page
Writer's picturesschoolbd

UBC Canada তে সোশ্যাল সায়েন্স ফুল-ফান্ডিং সহ মাস্টার্স ও পিএইচডি এপ্লিকেশন গাইডলাইন

Updated: May 19, 2021



অনেকের সোশ্যাল সায়েন্স নিয়ে দেশের বাইরে হায়ার স্টাডিজ করার ইচ্ছে থাকে। কানাডার শীর্ষ স্থানীয় University of British Columbia (UBC), Vancouver হতে পারে সেই কাংখিত লক্ষ্য। টাইমস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংএ বিশ্বে শীর্ষ ত্রিশে এবং QS সোশ্যাল সায়েন্স সাব্জেক্ট র‍্যাংকিংএ UBC আছে বিশ্বের মধ্যে শীর্ষ বিশে। নিচে বিস্তারিত গাইডলাইন দেয়া হলো UBC তে গ্রাজুয়েট এপ্লিকেশনের জন্য (MS ও PhD)।

গ্রাজুয়েট এপ্লিকেশন এর টাইম লাইন কখন?

UBC এর sociology ডিপার্টেমেন্টে মাস্টার্স ও পিএইচডি এপ্লিকেশন করা যায় বছরে একবার - ফল (সেপ্টেম্বর) সেমিস্টারের ইনটেকের জন্য। প্রতি বছর এপ্লিকেশন পোর্টাল ওপেন হয় ১ সেপ্টেম্বর। ১ ডিসেম্বারের মধ্যে এপ্লিকেশন সাবমিট করতে হয় অনলাইনে। রিকোমেন্ডেশন লেটার শুধু সাবমিট করা যায় ১৫ ডিসেম্বরের মধ্যে।

গ্রাজুয়েট এপ্লিকেশন রিকুয়ারমেন্ট কি কি?

IELTS ও TOEFL যেকোন একটা হলেই হয়।

*IELTS: ওভারওল স্কোর 7 থাকা বাধ্যতামুলক, কোনো মডিউলে 6.5 এর নিচে থাকা যাবে না।

*TOEFL iBT: মিনিমাম স্কোর 100 (min 25 থাকতে হবে রিডিং ও রাইটিং সেকশনে)

*GRE: GRE স্কোর থাকা বাধ্যতামুলক। UBC তে GRE স্কোর পাঠানোর institution code 0965

পুর্ববর্তি একাডেমিক রেজাল্ট মিনিমাম কেমন হতে হয়?

মাস্টার্সের এপ্লিকেশনের জন্য ক্যান্ডিডেট কে মিনিমাম 80% ইকুইভ্যালেন্ট মার্ক্স থাকতে হয় ব্যাচেলরে।

পিএইচডি প্রোগ্রামে এডমিশনের জন্য উপরে উল্লেখিত ক্রাইটেরিয়া ছাড়াও মাস্টার্স বাই রিসার্চ ডিগ্রি (থিসিস) থাকা বাধ্যতামুলক। মাস্টার্স ছাড়া পিএইচডিতে এপ্লিকেশন করা যাবে না।

ফান্ডিং পসিবিলিটি কেমন?

UBC তে এডমিশন পেতে হলে সিজিপিএ, ক্লাস পজিশন, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ, পূর্ববর্তী রিসার্চ র্রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অব পারপাস সব কিছু সার্বিক বিবেচনা নিয়ে মূল্যায়ন করা হয়। UBC তে রিসার্চ ডিগ্রিতে (রিসার্চ মাস্টার্স ও পিএইচডি) এডমিশন পেলে ফান্ডিং গ্যারান্টেড দেয়া হয়। পিএইচডির জন্য প্রফেসরকে আগে থেকেই ইমেইল দেয়া উচিত। ইমেইল লিখার বিস্তারিত গাইডলাইন আমাদের ইউটিউব চ্যানেল Scholarship School BD তে দেয়া আছে ভিডিও আকারে। দেখে নেবেন।

সকল ইন্টারন্যাশনাল স্টূডেন্টগন যারা এডমিশন অফার পায় রিসার্চ মাস্টার্স বা পিএইচডি তে তারা গ্যারান্টিড ফান্ডিংসহ অফার পায়। ডিপার্টেমেন্টাল ফান্ডিং সহ, টিচিং এসিস্ট্যান্টশিপ ও রিসার্চ এসিস্ট্যান্টশিপ সহকারে ফান্ডিং প্যাকেজ দেয়া হয়।

অনলাইন এপ্লিকেশনে কি কি প্রয়োজন পড়ে?

*এপ্লিকেশন ফর্ম: অনলাইনে ফিল আপ করতে হবে

*Statement of purpose (SOP): ১ হাজার শব্দের ভেতর

*ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের PDF কপি আপ্লোড করা লাগে

*3 টি রিকমেন্ডেশন লেটার

*সিভি

*রাইটিং স্যাম্পল (থিসিস এর চ্যাপ্টার/ নিজের প্রকাশিত কোন পেপার)

*IELTS or TOEFL score

*GRE score

অনলাইন এপ্লিকেশন পোর্টাল: https://www.grad.ubc.ca/prospective-students/application-admission/apply-online

বিস্তারিত UBC এর সোশ্যালোজি ডিপার্টেমেন্ট: https://sociology.ubc.ca/


লেখাটি কপি করার সময় দয়া করে 'কালেক্টেড' না লিখে, ক্রেডিট সহ উল্লেখ করুন:

Md Nazmul Hasan Topu, Founder, Scholarship School BD

University of British Columbia, Vancouver, Canada

Join Scholarship School BD for more scholarship news.

328 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page