IELTS/TOEFL/GRE রাইটিং এ নিচের মত গুরুত্তপুর্ন টপিকের উপর আর্গুমেন্টটেটিভ রচনা যুক্তি দিয়ে লিখা সহ নিজের মতামত ও দিতে হয়।
যেমন:
Do you agree or disagree with the following statement: “It is more important for students to study art and literature than it is to study math and science.” Provide reasons and examples to support your opinion.
এই ধরণের sensitive টপিক থাকলে, আসলে যেকোন একটিকে ফেভার না করে, বরং দুটিকেই অর্থাৎ এখানে সায়েন্স বা আর্টস যেকোন একটাকে বেশি গুরুত্ব না দিয়ে চেস্টা করবেন নিজের মতামতকে ভারসাম্যপুর্ন অবস্থানে রেখে অর্থাৎ দুটিকেই অবিচ্ছেদ্য বিষয় ধরে যুক্তি পেশ করা। এতে আপনার যুক্তি উপস্থান করাটাও ইজি হবে। যেমন দেখুন নিচে আমি কতটা কৌশলে দুটির গুরুত্ব ইন্ট্রোডাকশনে তুলে ধরেছি।
"While the exigency of easing the daily amenities drove the science towards its utmost utilization culminating to a materialistic machine-driven society during the past generations and many more to follow, arts and literature silently orchestrated the euphony of modern civilization giving birth to an abstrusely surreal and impalpable domain upon which human soul fed on for ages, which places both at an unequivocally important position, without one the core of modern civilization might be shaken."
উপরে আমার মত কমপ্লেক্স বাক্যে ও ভোক্যাব দিয়ে লিখতে পারলে আপনি IELTS 8+ /TOEFL 28+ পাবেন রাইটিংএ। আপনারা এতটা কমপ্লেক্স ভাবে লিখতে না পারলে ৩/৪ লাইনেই সেইম ব্যাপারটা ইন্ট্রোডাকশনে তুলে ধরবেন। তারপরের প্যারাগুলায় যুক্তি খণ্ডন করবেন। সেটা আরেকদিন দেখাবো ডিটেলস।
আপনাদের সুবিধার্থে ভোক্যাব এর অর্থ গুলি দিয়ে দিলাম: Exigency : প্রয়োজনীয়তা Amenities : জীবনধারনের জন্য বিষয়াদি Culmination : শীর্ষ, চূড়া Orchestrate the euphony of modern civilization :আধুনিক সভ্যতার সুললিত গান রচনা করা/বাজানো ( allegorical writing) Abstrusely : ধরাছোয়ার বাইরে এমন Surreal: পরাবাস্তব Impalpable:যা শুধু অনুভব করা যায় Unequivocally: জনমত নির্বিশেষে
লিখাটি শেয়ার করুন ও ইউটিউবে আমাদের টিপস গুলি ফলো করুন। প্রতিদিন স্কলারশিপ নিউজ, ও প্রফেসর ফান্ডিং টিপস, IELTS, GRE, ক্যারিয়ার টিপস পেতে এখুনি জয়েন করুন Scholarship School BD. For more information, visit us: www.sschoolbd.com
Md Nazmul Hasan Topu, Founder, Scholarship School BD
PhD researcher, Electrical & Computer Engineering
University of British Columbia, Vancouver, Canada
Comentarios