কানাডায় Dalhousie University তে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ও পিএইচডি এপ্লিকেশন গাইডলাইন: **ডালহৌসি ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি কত দিনের? মাস্টার্স ১ বছরের রিসার্চ ডিগ্রি যার মধ্যে ৬ মাস কোর্স ওয়ার্ক ও বাকি ৬ মাস থিসিসের কাজ করতে হবে। পিএইচডি ডিগ্রি ৪-৫ বছরের কোর্স ওয়ার্ক, কম্প্রিহেন্সিভ এক্সাম ও থিসিসের কম্বিনেশনে গঠিত। প্রোগ্রামের স্ট্রাকচার ও বিস্তারিত জানতে : https://www.dal.ca/faculty/arts/politicalscience/programs/graduate-programs/program-overview.html **একাডেমিক ব্যাকগ্রাউন্ড রিকুয়ারমেনট কি কি লাগে? - মাস্টার্স/পিএইচডি প্রোগ্রামে পলিটিক্যাল সায়েন্সে এপ্লিকেশনের জন্য ব্যাচেলরে সিজিপিএ কম পক্ষে 3.7 হতে হবে। - যারা পিএইচডিতে আবেদন করতে চায় তাদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। - IELTS 7.0 অথবা TOEFL IBT 92 **অনলাইন এপ্লিকেশন কিভাবে করতে হয়? এপ্লিকেশন নিচের লিংকে অনলাইনে করতে হবে: https://dalonline.dal.ca/PROD/bwskalog.P_DispLoginNon **আবেদনের ডকুমেন্ট কি কি লাগবে? অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের সময় নিচের ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে। - ব্যাচেলর (এবং মাস্টার্স সহ পিইএচডি হলে) এর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট - statement of research interest ( Research proposal এর মত) - Perosal Statement ( Statement of Purpose এর মত) - CV - Sample written work ( নিজের প্রকাশিত কোন পেপার থাকলে কিংবা নিজ থিসিসের চ্যাপ্টারের অংশ বিশেষ) CV, sample written work, personal statement, statement of ★ research interest এগুলা ইমেইলও করা যাবে (প্রযোজ্য হলে), psgrad@dal.ca এই এড্রেসে ★পুর্ববর্তি একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যানকপি অবশ্যই graduate.studies@dal.ca তে পাঠাতে হবে নিজ নিজ পুর্বের ইউনিভার্সিটি থেকে সরাসরি। নিজ ইউনিভার্সিটির থেকে সরাসরি ইমেইল করতে না পারলে, না পারার প্রমান সরুপ কোন ওফিশিয়াল ডকুমেন্ট প্রমান সরুপ দেখিয়ে নিজেই ট্রান্সক্রিপ্ট স্ক্যান করে ইমেইল করা যাবে। এটাও না পারলে, এক্ষেত্রে অবশ্যই অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট এর কপি মুখবন্ধ খামে ইউনিভার্সিটির সিল আছে এমন খামে পাঠাতে হবে নির্দিস্ট ডেডলাইন (১ ডিসেম্বর) এর মধ্যে ইউমিভার্সিটির ডিপার্টেমেন্টের ঠিকানায়: Department of Political Science Attention Graduate Program Secretary Dalhousie University 6299 South St, Rm 301 PO Box 15000 Halifax, NS, Canada, B3H 4R2 **এপ্লিকেশনের আগে কি প্রফেসর ম্যানেজ করার জন্য ইমেইল করতে হবে? পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্সের জন্য প্রফেসর ম্যানেজ করা জরুরি নয়, সরাসরি ডিপার্টমেন্টে এপ্লিকেশন করা যায়। কিন্ত পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি প্রোগ্রামের জন্য এপ্লিকেশনের আগেই প্রফেসরদের ইমেইল করে তার সম্মতি নিতে হবে পিএইচডি করার। ডালহৌসি ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসরদের লিস্ট ও কন্ট্যাক্ট পেতে ভিজিট করুন: https://www.dal.ca/faculty/arts/politicalscience/faculty-staff/our-faculty.html **ফান্ডিং/স্কলারশিপের পসিবলিটি কেমন? স্কলারশিপ এর জন্য তীব্র প্রতিযোগিতা আছে। অনেক ভালো প্রোফাইল, স্ট্রং রিকোমেন্ডেশন লেটার, এক্সট্রা কারিকুলার এক্টিভিটি, লীডারশিপ স্কিলসেট, ইত্যাদি থাকা প্রয়োজন। ইন্টারন্যাশনাল স্টূডেন্টদের ডিপার্টমেন্ট থেকে ফান্ডিং দেয়া হয় গ্রাজুয়েট এসিস্ট্যান্ট / টিচিং এসিস্ট্যান্ট হিসেবে। এবং রিসার এসিস্ট্যান্টশিপ ফান্ডিং প্রফেসর ম্যানেজ করতে পারলে পাওয়া যায়। ফান্ডিং এর জন্য বিবেচিত হলে, ডেডলাইন ১ ডিসেম্বরের আগে এপ্লাই করতে হয়। স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে: https://www.dal.ca/faculty/gradstudies/funding/appprocres/harmonizedapp.html
লেখাটি কপি করবেন না প্লিজ। দয়া করে'কালেক্টেড' না লিখে, ক্রেডিট সহ উল্লেখ করুন:
Md Nazmul Hasan, Founder, Scholarship School BD
University of British Columbia, Vancouver, Canada
Comments