চায়নার শিক্ষামন্ত্রানলয় থেকে চাইনিজ সরকারি স্কলারশিপের আওতায় Zhejiang University-র Computer Science -এ MS & PhD প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টূডেন্টদের ফুল স্কলারশিপ প্রদান করা হয় প্রতিবছর। এই প্রোগ্রামটি সম্পূর্ণ ইংরেজি ট্র্যাকে হওয়াতে, IELTS স্কোর সাবমিট করা জরুরি।
কি কি কাভারেজ দেয়া হয় স্কলারশিপে?
- ফুল টিউশিন ফি ওয়েভার
- ফ্রি থাকার ব্যবস্থা ক্যাম্পাসে
- মাসিক স্কলারশিপ গ্রান্ট
- মেডিক্যাল ইন্সুরেন্স
এপ্লিকেশন ডেডলাইন কবে?
স্কলারশিপটি প্রতিবছর দেয়া হয়। আর প্রতিবছর মার্চের শেষের দিকে স্কলারশিপের আবেদনের শেষ সময়।
এপ্লিকেশন আবেদন জমা দিতে হবে কিভাবে?
১. Chinese govt scholarship এর এপ্লিকেশন ফর্ম (35mmx45mm সাইযের ছবি সহ)। এই ফর্ম অনলাইনে CSC ওয়েবসাইটে পাওয়া যাবে। Agency no. এর জায়গায় Zhejiang University এর জন্য কোড 10335 বসাতে হবে। এই ওয়েবসাইট থেকে ফর্ম পুরন করে, ফর্মটা প্রিন্ট করে সাক্ষর করতে হবে ফর্মে
২. Zhejiang University এর আবেদন ফর্ম। এই ওয়েবসাইট থেকে ফর্ম পুরন করে, ডাউনলোড করে , ফর্মটা প্রিন্ট করে সাক্ষর করতে হবে ফর্মে।
৩. passport ফটোকপি
৪. একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট সমুহের নোটারাইজড কপি
৫. যেহেতু প্রোগ্রামটি ইংরেজিতে পাঠদান করা হবে, তাই IELTS সার্টিফিকেট জমা দেয়া বাধ্যতামুলক। IELTS 6.5 লাগবে।IELTS প্রিপারেশন একেবারেই শুরু থেকে করার টিপস জানতে এই প্লে লিস্টের ভিডিওগুলি শুরু থেকে দেখুন।
৬. ১৫০০ শব্দের মধ্যে লিখিত personal statement (যেটাকে মোটিভেশন লেটার অথবা statement of purpose(SOP) বলে) SOP কীভাবে লিখতে হবে জানতে পড়ুন
৭. নিজ নিজ ভার্সিটির থেকে প্রফেসর বা এসোসিয়েট প্রফেসর লেভেলের দুজনের কাছে দুটি রিকমেন্ডেশন লেটার (উনাদের কন্টাক ইমেইল, ও ফোন নাম্বার উল্লেখ সহ)
৮. যদি কোন একাডেমিক রিসার্চ পেপার থাকে পুর্বে সেটা (না থাকলে দিতে হবে না)
৯. মেডিক্যাল টেস্ট ফর্ম এর ফটোকপি। অরিজিনালটি স্টুডেন্টের কাছে রাখতে হবে
১০. Zhejiang University প্রফেসরকে আবেদনের পূর্বে আগে ইমেইল করে ম্যানেজ করতে হবে সুপারভিশনে রাজী করার জন্য, সেই সম্মতি পত্র তার সাক্ষর সহ। Computer Science & Technology বিভাগের প্রফেসরদের লিস্ট এখান থেকে পাওয়া যাবে।
প্রফেসরদের ইমেইল করা সম্পর্কে ধারণা না থাকলে এখুনিই ভিডিও তিনটি দেখুন:
উপরের উল্লেখিত সকল ডকুমেন্ট বাই কুরিয়ার Zhejiang University এর Admission office of International College of Zhejiang University-র নিচের ঠিকানায় পাঠাতে হবে। এপ্লিকেশন খামের উপরে লিখতে হবে "Application for Chinese Govt. Scholarship 20xx" (যে সালের জন্য এপ্লাই করবেন "20xx" এর জায়গায় সেই সাল বসাবেন যেমন 2021)
Courier Address:
Admission office of International College of Zhejiang University
Room 418, International College Building, West Zone, Zi-jin-gang Campus, Zhejiang University, Hangzhou, China
Post Code: 310058
Email: admission1@zju.edu.cn
Tel: +86 571 87951537
Fax: +86 571 87951755
Website: http://iczu.zju.edu.cn
কবে রেজাল্ট দেয়া হয় স্কলারশিপের?
সাধারনত প্রতিবছর জুলাইয়ের দিকে ঘোষনা করা হয়, এবং এডমিশন ও স্কলারশিপ অফার লেটার অগাস্টের দিকে প্রেরন করা হয়।
লিখাটি লিখেছেন:
Md Nazmul Hasan Topu, Founder, Scholarship School BD
PhD researcher, Electrical & Computer Engineering
University of British Columbia, Vancouver, Canada
লিখাটি ব্যবহার করতে চাইলে, অবশ্যই লেখকের নাম, ও প্রতিষ্ঠান এর যথাযথ ক্রেডিট সহকারে করতে হবে।
লিখাটি শেয়ার করুন ও ইউটিউবে আমাদের টিপস গুলি ফলো করুন। প্রতিদিন স্কলারশিপ নিউজ, ও প্রফেসর ফান্ডিং টিপস, IELTS, GRE টিপস পেতে এখুনি জয়েন করুন Scholarship School BD Website: www.sschoolbd.com
Comments